সাধনা

তবুও একটা গাছ হয়ে দাঁড়াই
চেতনাগুলি পাতা
আত্মবিশ্বাস ফুল ও ফল;
যতই কুড়ুল শান দিক
কেটে ফেলতে পারে না আত্মবোধ—
বাতাসের কাছে পাই বোধিবৃক্ষের বারতা।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply