সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না
(জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে)
কি হবে আর বাধন দিলে
মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না, ফল ধরে না, তাতে ফল ধরে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দনডোমো রয় না, দনডোমো রয় না
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
সময় গেলে সাধোন হবে না
লালনগীতি – সময় গেলে সাধন হবে না (কিরন চন্দ্র রায়)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1