লক্ষ মুজিব


































































			
			











We accept the love we think we deserve.

— Stephen Chbosky

লক্ষ মুজিব

শীশু থাকে তার মায়ের কূলে
শীত,আষাঢ় বা ভাদ্র মাসে
জাতির তরুন মায়ায় সাজে
লক্ষ মুজিব ঘরে মাঠে

ছিনিয়ে আনে বিজয় তারা
ভয় করেনা বুলেট বোমা
তারাই মোদের প্রতিবাদের কন্ঠস্বর
তাদের হাতেই লোক জনমত

বিজয় মাসে পেল তারা
পদ্মার বুকে সেঁতুর ছোঁয়া
কোটি নয়ঁনের স্বপ্নের সেঁতু
পদ্মা সেতু পদ্মা সেতু।

Writer: মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply