Give, even if you only have a little.

— Buddha

রাত জাগা দুটি চোখ

রাত জাগা দুটি চোখ
Raat Jaaga Duti Chokh
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: রতু মুখোপাধ্যায়
কন্ঠ: মান্না দে
রাত জাগা দুটি চোখ
যেন দুটি কবিতা,
লিখেছিল যাবার বেলায়
অশ্রু ঝরানো লিপিকায়।।
কখনো বুঝিনি আমি
কী কথা নিয়ে,
বুঝিনি আমি
আমি কখনো বুঝিনি আমি
কী কথা নিয়ে
বেদনা সাগর তীরে ছিলে দাঁড়িয়ে
বুঝিনি তো ভীরু প্রেম
কী জানাতে চায় ?
অশ্রু ঝরানো লিপিকায়
অশ্রু ঝরানো লিপিকায়।
অঞ্জলি ঝরে গেছে
তবু দুটি হাত মেলে
কোন কিছু নিতে নয়
শুধু আরো দিতে এলে
কখনো ভাবিনি আমি
কী আশা করে ?
ভাবিনি আমি
আমি ভাবিনি
কখনো ভাবিনি আমি
কী আশা করে ?
নীরবে সয়েছ ব্যথা
শেষ প্রহরে,
সে ভুলের অনুযোগ
আজো রয়ে যায়।
অশ্রু ঝরানো লিপিকায়
অশ্রু ঝরানো লিপিকায়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply