দুপাশে গর্জন শুধু
আমরা গর্জন পেরিয়ে যাই
আর্তনাদ, মৃত্যুর পরোয়ানা দেয়
আমরা মৃত্যুর কাছে যাই
পৃথিবী তবে রাত্রির দেশ?
ব্যভিচার কার্যত সক্রিয়
হানাহানি তাদের পরিচয়
আলোর ভাষায় ওড়ে বিদ্বেষ
ঘুমানো যাবে না এখানে
নিরন্ন বিষাদে পোড়ে গান
পুরনো সম্পর্কগুলি ধ্বংস
কাঁদতে থাকে নীরব অভিমান
হে বাতাস, হে তিমির, আকাশ আমার
সময়ের ইশতেহারগুলি পাঠ করো
চারিদিকে ধুলো উড়ছে, ঘোর ধুলো
ঢেকে যাচ্ছে মনুষ্যত্ব, করুণার ঘর।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1