Every morning we are born again. What we do today is what matters most.

— Gautama Buddha

যাইবা তুমি পরের ঘরে আমারে একা করে

যাইবা তুমি পরের ঘরে আমারে একা করে,
নতুন মানুষ নিয়া তুমি থাকবে সুখেতে।
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর,
কোথায় আছি, কেমন আছি রাখবা না খবর।

ভালোবেসে দিলাম ঠাঁই এই মনেরই ঘরে,
সুযোগ বুঝে দিলা কোপ তুমি এই অন্তরে।

প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানস রে,
নিঃস্ব করলি আমারে তুই এক নিমেষে।

বলে ছিলে তুমি আমায় হাজারো কথা
ঠিক তুমি চলে গেলে আমায় করে একা
ভালো থাকিস বন্ধুরে, তুই আমাকে ছেড়ে
আমি না হয় কষ্টে বাঁচি একা জীবনে।
মেহেদী রাঙা হাত তোমার গেট সাজানো বাড়ি

বর আসবে তোমায় নিতে, ফুল সাজানো গাড়ি
আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় ছাড়িয়া
শেষ দেখা দিলানা তুমি একটুরো লাগিয়া।
আমি না হয় খারাপ ছিলাম, তুমি ভালো মেয়ে
কেন তুমি করলে ছলনা আমাকে নিয়ে
পরিস্থিতির শিকার তুমি, সবই আমি বুঝি
সব বুঝিয়া পাগল হইয়া, তোমায় আমি খুঁজি।
সুখে থাকো স্বামীর ঘরে, করি প্রার্থনা
তারপরও ঐ অবুঝ মনটা কিছুই বোঝেনা।

লাল বেনারসী শাড়ি পরে যাবে আমায় ছাড়ি,
আর কোনো দিনই দেখবোনা তোমাকে।
মনে রেখো আমার স্মৃতি, খুব যতন করে,
জানি ভালো করেই ভুলে যাবে আমাকে।

তোমারে নিয়া দেখেছি কত যে স্বপ্ন
সেই স্বপ্ন গুলো বাদ দিয়া লিখি, দুঃখেরই গল্প।

Samz Vai | Jaiba Tumi | যাইবা তুমি | Bengali Song | 2019

jaiba tumi porer ghore lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply