ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

মা তোমায় ভালোবাসি

মা তোমায় ভালোবাসি
মুখে হাসি রাশি রাশি।
জন্ম দিয়েছো মাগো,
লালন করেছ আমায়।
জেগেছো বহুরাত
ক্লান্ত হয়েছো,
কিন্তু বিশ্রাম নাওনি।
আমাদের সুখ ছাড়া,
কিছুই ভাবোনি।
তাইতো জননী আমার
হৃদয়ের সব ভালবাসা তোমার।

Writer: জয়নব

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply