Happiness is not something ready made. It comes from your own actions.

— Dalai Lama

মা তোমায় ভালোবাসি

মা তোমায় ভালোবাসি
মুখে হাসি রাশি রাশি।
জন্ম দিয়েছো মাগো,
লালন করেছ আমায়।
জেগেছো বহুরাত
ক্লান্ত হয়েছো,
কিন্তু বিশ্রাম নাওনি।
আমাদের সুখ ছাড়া,
কিছুই ভাবোনি।
তাইতো জননী আমার
হৃদয়ের সব ভালবাসা তোমার।

Writer: জয়নব

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply