বাস্তব জীবন থেকে একটাই কথা বলি — একমুখো ভালোবাসাটা অনেক কষ্টকর। যার কোনো ভবিষ্যৎ নেই। এই ভালোবাসার কোনো নাম দেওয়া যায় না। চাইলেও সম্ভব না। ভালোবাসা হয় দুমুখো। যদি ভালোবাসা কে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে হয় –ভালো আর বাসা। বাসা বলতে এখানে সম্পর্ক কে বোঝাচ্ছি। আর একটা সম্পর্ক তখন পরিপূর্ণ হবে। যখন সম্পর্কটা ভালো হবে। এই ভালো আর বাসার সম্পর্কের মাঝে তৈরি হয় দুমুখো ভালোবাসা।
Writer: Muhammad Istiak
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1