রঙবেরঙের কত পোশাকে দারুণ
সাজগোজ করে আসো প্রত্যহ তোমরা কলেজে
হেলে ধুলে মেলে এলোচুল
দুর্বল পুরুষ মন অনায়াসে খুন হয়ে যায়।
একাদশে নতুন অতিথি তোমরা এখন
পদক্ষেপে ঝরে পরে আভিজাত্য, নিপুন
ম্যাকাপের কৃত্রিমতাও গোপন থাকেনা
তবে তাতেও তোমাদের আসে যায়না কিছু
রঙচঙে রূপের মোহে তোমরা গরবিনী
সরল সোন্দর্যে জানি বিশ্বাস করো না
প্রকৃতির লাবণ্যকে ক্রমাগত বিদ্ধ করো
তির্যক ভ্রুকুটিতে।
ভালোবাসার ছিটেফোঁটাও নেই মনে,
অন্তরে ও অবয়বে? অবাক হয়ে যাই
এতটা নির্দয় হতে পারো নির্দ্বিধায়?
প্রাণ আছে যার সেই ভালবাসে
ভালোবাসা যান্ত্রিকতা নয়।
তোমরা নিষ্প্রাণ।
সবুজ পৃথিবীটাকে ভরে দেয়া যায়
ভালোবাসার সুখে। আরো আরো ভালোবেসে
রুগ্ন প্রাণকে দেয়া যায় সেবা ও শুশ্রূষা।
ভালবাসা স্বার্থপরতা নয়।
Writer: Sajeeb