You have brains in your head. You have feet in your shoes. You can steer yourself any direction you choose

— Dr. Seuss

ভালোবাসার রৌদ্রু

রঙবেরঙের কত পোশাকে দারুণ
সাজগোজ করে আসো প্রত্যহ তোমরা কলেজে
হেলে ধুলে মেলে এলোচুল
দুর্বল পুরুষ মন অনায়াসে খুন হয়ে যায়।
একাদশে নতুন অতিথি তোমরা এখন
পদক্ষেপে ঝরে পরে আভিজাত্য, নিপুন
ম্যাকাপের কৃত্রিমতাও গোপন থাকেনা
তবে তাতেও তোমাদের আসে যায়না কিছু
রঙচঙে রূপের মোহে তোমরা গরবিনী
সরল সোন্দর্যে জানি বিশ্বাস করো না
প্রকৃতির লাবণ্যকে ক্রমাগত বিদ্ধ করো
তির্যক ভ্রুকুটিতে।
ভালোবাসার ছিটেফোঁটাও নেই মনে,
অন্তরে ও অবয়বে? অবাক হয়ে যাই
এতটা নির্দয় হতে পারো নির্দ্বিধায়?
প্রাণ আছে যার সেই ভালবাসে
ভালোবাসা যান্ত্রিকতা নয়।
তোমরা নিষ্প্রাণ।
সবুজ পৃথিবীটাকে ভরে দেয়া যায়
ভালোবাসার সুখে। আরো আরো ভালোবেসে
রুগ্ন প্রাণকে দেয়া যায় সেবা ও শুশ্রূষা।
ভালবাসা স্বার্থপরতা নয়।

Writer: Sajeeb

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply