মন্ত্র নেই? বিবেকের মন্ত্র নেই?
মানব নিধন শুধু?
হত্যার চক্রান্তে গড়া দেশ
পিচ্ছিল গৌরবে ঢাকা বিদ্বেষের বেশ!
এক চিলতে রোদ্দুরটুকু সহিষ্ণু সৌজন্যে কাছে পাই
আর নিজস্ব বাঁশির সুর নিজেকে ভেজাই
একাকী যখন, পাশে তুমি আছো হাওয়া
মানুষের দীর্ঘশ্বাস ক্লান্ত করে দেয়
হে অনির্বাণ ক্লান্তির দেবতা,
আর কিছু নেই চাওয়া
বিনত আবেগ ছুঁয়ে যায়—
মর্মরিত উল্লাসের ঘোড়া
যুদ্ধ নেই যদিও যুদ্ধের মহড়া
বিদ্রুত আবেশ
বাণীর মহিমা থেকে পুনর্জন্মের ঝরনায়
ভেসে যেতে যেতে কেবলই মনে হয়
এই জন্ম, এই জীবন তুমুল গড্ডালিকা!
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1