Success is never ending, failure is never final.

— Dr. Robert Schuller

ফেরা

তবুও জলের দিকে ফিরতে হবে

ফিরতে হবে ঈশ্বরের দিকে

বহু কামনার স্তূপ এখন কবর হয়ে আছে

জাগাই না ওদের আর

চুপি চুপি আমার মৃত্যুর কাছে যাই

প্রতিটি সকালে নতুন পৃথিবীর পাখি ওড়ে

নতুন সূর্যের আলো ঝিকিমিকি ছড়ায়

পাতায় পাতায় কাঁপন বাজে

সেসব হিল্লোলের কাছে যেতে পারি নাকো

সময়ের মুকুরে আমার লাবণ্য মুছে গেছে

অসমাপ্ত কিছু গানের কলি খুঁজতে খুঁজতে ফিরি

বিগত কামনার হাসি স্মৃতিফুলে হাসে

কামিনীর টোল পড়া গালে গোধূলির আভা

তারপর পথ হারানোর অবেলায় ঘুরপাক খাওয়া

ফিরতে হয় নিভৃতে একাকী মৃতদের কাছে

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply