মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

ফুসফুসের দাবী

#শাওন_মল্লিক

#কাব্যগ্রন্থ_আমি….?

আমায় নতুন একটি ফুসফুস দাও…
আজ আমার শুধু ফুসফুসের দাবী
এ ফুসফুসের পেশীতে পেশিতে জখম লেগে আছে…
ধরেছে মরীচিকা….
এ ফুসফুসে লেগে আছে একাকীত্ব…..
এ ফুসফুসের অক্সিজেনে লেগে আছে বিরহের নেকড়ে
ছিন্নভিন্ন করে দিচ্ছে প্রতি ক্ষণে…
ঝরে ঝরে পড়ছে মাংসপিণ্ড….
কি বিভৎস রকমের দৃশ্য…..
অন্তিম ইশ্বর তুমি আমায় নতুন একটি ফুসফুস দাও…
আজ আমার শুধু ফুসফুসের দাবী….

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply