তোমায় নতুন করে
ছুঁতে চাওয়ার মুহূর্তরা
তোমার চেনা চোখে
নতুন করে হারিয়ে যাওয়া
তুমি ছোট্ট টিপে, তাকাও মেপে
জল মাপো সই
আমি দুএক পশলা বৃষ্টি হতে
পারছি কই
আমিও ছিলাম বসে
তোমার পথের অপেক্ষাতে
জানলা খোলা উড়ো চিঠির
আস্কারাতে
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমার হলাম চুপিচুপি
তোমায় অনেক কিছু
বলার আছে, শুনবে কি
তারায় তারায় এই মিষ্টি প্রহর
গুনবে কি
আমি পূর্ণ হলাম
তোমার চোখের আয়নাতে
হাত ছেড়োনা অবুঝ কিছু
বায়নাতে
তোমায় আলোয় আলোয় সাজাই
তোমায় মনের রঙে সাজাই
তুমি শহর জুড়ে প্রেমের শিলালিপি
তুমি আমার হয়েই থেকো
আমায় পুরনো নামেই ডেকো
আমি কখন যে তোমার হলাম
চুপিচুপি
যাকে ভালোবাসো বহুদিন, অথচ বলতে পারোনি কখনও, তাকে যদি ঠিক এমনই করে হঠাৎ কাছে পেয়ে যাও?
প্রেমের শিলালিপি… নিজের পছন্দের মানুষ টিকে নিজের মনের মত করে কাছে পাওয়ার গল্প…..
এরকম ভাবে কখনও মনের মানুষটিকে কাছে পেয়েছ নিজের করে?? জানাও কমেন্ট বক্সে… আর গান টা প্রচুর শেয়ার করে তোমার মনের মানুষের কাছে পৌঁছে দাও….
Song Name : Premer Silalipi
Lyrics & Composition by : Aviman Paul
Vocal : Rupak Tiary & Kajol Chatterjee
Music Produced by : Rupak Tiary
Mandolin : Zakiruddin Khan
Mix & Master : Rupak Tiary
Concept & Story : Riki Chatterjee
Direction – Aditya Paul
Cinematographers – Aditya Paul & Sayan Sarkar
Edit & Colour – Aditya Paul
Casting : Arunima Paul, Binoy Bhattacharjee, Aviman Paul, Riki Chatterjee, Baidhriti Paul & Sirsho Banerjee
Makeup Hair & Dress : Rajdeep
Executive producer : Riki Chatterjee
Location : Island (Nabagram , Konnagar)
Location Provided by : Subhabrata Banerjee, Jhulan Basu
Special Thanks to : Sri Mriganabhi Chattopadhyay