উদ্বেলিত অন্তর,
মুখরিত প্রান্তর,
কল্পকথার গল্প নয়
গল্পকথার মর্ম নয়।
নারী স্বাধীনতার ইতিহাস ইতিবৃত্তও নয়
চড়াই উৎরায়ে মাস্টার দার সূর্য সৈনিক
ধলঘাটের প্রীতিলতা
দূরন্ত এক দৃষ্টান্ত ।
আমাদের সাগর সেচা মণিমুক্ত,
সংগ্রামী পৃথিবীর সাহসী সঞ্চয়
মনোভূমির বিপ্লবী রতন।
একটি দেশের জন্মের তথা পৃথিবীর নব
অধ্যায়ে নিজকে বিলীন করে
মাত্রাবৃত্তে অমর হয়েছেন।
বৃটিশের অন্তরতলে
ভয়ের বীজ বুনেছেন।
স্বদেশীদের অভূতপূর্ব সাহস যুগিয়েছেন।
না বলা কথাগুলো এভাবে বলেছেন,
আমরা মেয়েরা মায়েরা
প্রাণ দিতে শিখে গেছি।
তোমরা আরো মরিয়া হও।
মূখর হও
তুখড় হও
স্বাধীনতা আসবে।
স্বাধীনতাকে আনতেই হবে।
কৃষ্ণ মেঘের বলয়
তরঙ্গ মূখর জলরাশি
স্বাধীন সত্তার ধ্যানমগ্ন চট্টগ্রাম ।
সাতচল্লিশের স্বাধীনতা,
পৃথিবীর নব অধ্যায়,
মাস্টার দার অবদান,
প্রীতিলতা ধলঘাটের প্রীতিলতা
মাত্রাবৃত্তে অমর অধ্যায়,
অমর অনুবাদ।
লিখেছেন হাসিনা খাতুন