নষ্ট


































































			
			











Patience is the key to joy.

নষ্ট

আমি নষ্ট!
ধোয়াশার প্রেমে আমার নিবাস,
অন্ধ প্রদেশে তাই শ্রেষ্ঠ।

আমি ভালোবাসার বিনাশে অভিযুক্ত,
দুর্বোধ্য হাসিতে মত্ত;
অন্ধকূপের লালসায় জড়িত,
শিহরনের জয়ে আমি উল্লসিত।

আমি রক্তমাখা তরবারি নিয়ে হাটা পথিক,
আমি প্রতিশোধের আগুনে জ্বলে পোড়া ছাই।
মানবের তীক্ষ্ণ দৃষ্টি আমার নিকট,
ক্ষিপ্ত ধনুক ছোড়ার আগে আমি চলে যাই।

আমি অধিকতর নষ্ট!
আমি জানিনা ঘটেছে কার মৃত্যু!
নষ্ট- আত্না নাকি গাত্র?

মোঃ ফারিয়াদ তামিম জিসান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply