তাসের ঘরে দোরে
দারুন খেলা করে,
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ।
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে,
পাখির ঠোঁট চেনে বাসার মুখ।
আমার কোনো গল্প নেই !
তাসের ঘরে দোরে, হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ।
গড়ার শেষে তবে, না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই !
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি।
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে,
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়।
টুকরো কিছু কিছু, স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই।
আমার কোনো গল্প নেই !
তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে,
আমার হারিয়ে যাওয়া ডানার সেই।
খেলার শেষে চলো
তোমার কথা বলো,
আমার আলাদা কোনো গল্প নেই।
আমার কোনো গল্প নেই!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1