If you find no one to support you on the spiritual path, walk alone.

— Buddha

ডাক দিয়াছেন দয়াল আমারে

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম ৷
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম৷
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
চলচিত্রঃ প্রান সজনি
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

dak diyachen doyal amare lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply