অপরকে ঘৃণার চোখে উপহাস করিও না, যেহেতু তাহারা তোমাদের অপেক্ষা ভাল হইতে পারে৷ অপরের ত্রুটি অনুসন্ধান করিও না, এবং একজনের অসাক্ষাতে নিন্দা করিও না৷ আল্লাহকে ভয় কর, যেহেতু আল্লাহ দয়ালু ও ক্ষমাকারী ৷ – 49/11/12

— আল কোরআন

জোগাড়যন্ত্র

#শাওন_মল্লিক

#কাব্যগ্রন্থ_বিষাক্ত_হোমোস্যাপিয়েন্স

ক্ষনিকের সুখের উল্লাসে
আমি আজ ব্যাস্ততম নগরীতে..
দিগন্ত উন্মোচিত সুখী..
কষ্টেসৃষ্ট যোগাড় যান্ত্রিক আওয়াজ….
নষ্টের প্রয়াসে…
সে আওয়াজ ভুলে থাকার….
মিথ্যে প্রয়াসে…
জোগাড়যন্ত্র যত!
দেখছিলাম আর বলছিলাম…
জোগাড়যন্ত্র শেষে….
হঠাৎ দেখি বোধগম্য….
আঘাতের কড়ানাড়া…
দেখি আত্মারা খেলা করছে নীচে…..
আকাশে ভাসছে আয়নার স্বর্গ….
গরম জলের মতো ফুটছে ছুটছে… আত্মাদের দল……
আয়নার স্বর্গের লোভে
ছুটে চলেছে দিগন্ত হীন প্রচেষ্টার বাষ্প হতে..
অনবরত বুলেট-বৃষ্টি
ঝরিয়ে দিচ্ছে মহাকাল….
হতে দিবে না বাষ্প…
নাট্য আন্দোলনের সময় আজ…
তাই যতসব জোগাড়যন্ত্র…..…!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply