জাগ্রত মনোশক্তি


































































			
			











When you reach the end of your rope, tie a knot in it and hang on.

— Franklin D. Roosevelt

জাগ্রত মনোশক্তি

বিবেকে কারাগারে বন্দী
কয়েদি আমি
মনের আবেগে মগজের সঙ্গী আমি
ইচ্ছা অনিচ্ছার খেলায়
হেরে যাওয়া
সময়ের স্রোত গায়ে মেখে
তীর ছাড়া নদীর মাঝি আমি…
চিন্তার মহাকাশে
কোনো এক নভোচারী,,
দূরবীনের কাছে ঝাপসা কোনো এক প্রতিচ্ছবি
ম্যাগনিফাইনে নিঃসন্দেহে অদেখা জৈবশক্তি আমি!!
কাল্পনিক আমার রচনা
উপসংহার থেকেই যার সূচনা
পরিবেশ যেন তলিয়ে রাখে
মিথ্যা লালসায়
আশার মূতি সাজিয়ে রাখে।।
হঠাৎ কেনো এক তীব্র ঝড়
আবেগের পাহাড় গড়িয়ে পরে
এক মনে যেন পবিত্র মসজিদ ভেঙে পড়ে..
নরম তুলা পাথরে রূপান্তরিত করে!!
শিখে জগতের খেলা
বাস্তবতায় হারানো মনোভাবের মায়া,,
ঝঙ্কার দিয়ে ছিড়ে ফেলে!!
বাধ্য বাঁধনে মুক্ত সে আজ
নতুন পাখি দূর অন্তরালে ডানা মেলে।।।
….
কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply