বিবেকে কারাগারে বন্দী
কয়েদি আমি
মনের আবেগে মগজের সঙ্গী আমি
ইচ্ছা অনিচ্ছার খেলায়
হেরে যাওয়া
সময়ের স্রোত গায়ে মেখে
তীর ছাড়া নদীর মাঝি আমি…
চিন্তার মহাকাশে
কোনো এক নভোচারী,,
দূরবীনের কাছে ঝাপসা কোনো এক প্রতিচ্ছবি
ম্যাগনিফাইনে নিঃসন্দেহে অদেখা জৈবশক্তি আমি!!
কাল্পনিক আমার রচনা
উপসংহার থেকেই যার সূচনা
পরিবেশ যেন তলিয়ে রাখে
মিথ্যা লালসায়
আশার মূতি সাজিয়ে রাখে।।
হঠাৎ কেনো এক তীব্র ঝড়
আবেগের পাহাড় গড়িয়ে পরে
এক মনে যেন পবিত্র মসজিদ ভেঙে পড়ে..
নরম তুলা পাথরে রূপান্তরিত করে!!
শিখে জগতের খেলা
বাস্তবতায় হারানো মনোভাবের মায়া,,
ঝঙ্কার দিয়ে ছিড়ে ফেলে!!
বাধ্য বাঁধনে মুক্ত সে আজ
নতুন পাখি দূর অন্তরালে ডানা মেলে।।।
….
কলমেঃশাহনাজ রহমান প্রমি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1