প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক ?
ক. চীন
খ. ইরাক
গ. মরক্কো
ঘ. জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
ক. মুহম্মদ বিন কাসেম
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট হুমায়ূন
ঘ. সম্রাট আকবর
উত্তরঃ খ
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ?
ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্
খ. হাজী ইলিয়াস শাহ্
গ. হোসাইন শাহ্
ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ্
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষষ্টদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন ?
ক. সম্রাট আকবর
খ. ঈসা খাঁ
গ. সুবেদার ইসলাম খান
ঘ. শাহজাদা আজম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে –
ক. বাবরের সময়
খ. আওরঙ্গজেবের সময়
গ. জাহাঙ্গীরের সময়
ঘ. আকবরের সময়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
ক. বাবর
খ. জাহাঙ্গীর
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
ক. মীর জুমলা
খ. ইসলাম খান
গ. মান সিংহ
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
ক. আকবর
খ. শাহজাহান
গ. বাবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয় –
ক. ব্রিটিশ আমলে
খ. সুলতানি আমলে
গ. মুঘল আমলে
ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন ?
ক. ইসলাম খান
খ. ইব্রাহীম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন –
ক. সম্রাট আকবর
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. ইসলাম খাঁ
ঘ. শায়েস্তা খাঁন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন –
ক. শাহ্ সুজা
খ. মীর জুমলা
গ. শায়েস্তা খাঁ
ঘ. ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন –
ক. শাহজাদা আজম খাঁ
খ. নবাব শায়েস্তা খাঁ
গ. যুবরাজ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল ?
ক. গৌড়
খ. সোনারগাঁও
গ. ঢাকা
ঘ. হুগলী
উত্তরঃ গ
প্রশ্নঃ মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
ক. ইসলামাবাদ
খ. পরীবাগ
গ. জাহাঙ্গীরনগর
ঘ. সোনারগাঁও
উত্তরঃ গ
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
ক. বখতিয়ার খিলজি
খ. মুশির্দকুলী খাঁ
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. শেরশাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. ইসলাম খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈসা খাঁ
উত্তরঃ গ
প্রশ্নঃ কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
ক. মুর্শিদকুলী খাঁ
খ. শায়েস্তা খাঁ
গ. আলীবর্দি খাঁ
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
ক. চতুর্দশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত (From 14th to 18th century A.D )
খ. পঞ্চদশ শতাব্দীতে (In 15th century A.D)
গ. মুঘল শাসনামলে (During Mughal period)
ঘ. চতুর্দশ শতাব্দীর পূর্বে (Before 14th century A.D)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত –
ক. চকবাজারে
খ. সদরঘাটে
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. শায়েস্তা খাঁ
গ. ঈসা খাঁ
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
ক. কাসিম খান
খ. ইসলাম খান
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
ক. ইসলাম খান
খ. মুশির্দকুলী খাঁ
গ. শায়েস্তা খাঁ
ঘ. আলীবর্দি খাঁ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন ?
ক. ইসলাম খান
খ. শায়েস্তা খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. আলীবর্দি খান
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
ক. জলদস্যুরা
খ. পর্তুগিজরা
গ. বর্গীরা
ঘ. ইংরেজরা
উত্তরঃ গ
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি ?
ক. জয়েন উদ্দিন
খ. আলীবর্দী খাঁ
গ. শওকত জং
ঘ. হায়দার আলী
উত্তরঃ ক
প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক. ১৭৫৬
খ. ১৮৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অন্ধকুপ হত্যা’ কাহিনী কার তৈরী ?
ক. হলওয়েল
খ. মীর জাফর
গ. ক্লাইভ
ঘ. কর্ণওয়ালিস
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে ?
ক. পলাশীর যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. বক্সারের যুদ্ধ
ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ হয় কত সালে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৮৮৭ সালে
ঘ. ১৮৮০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ পলাশীর যুদ্ধের তারিখ ছিল –
ক. January 23,1757
খ. February 23,1857
গ. June 23,1757
ঘ. May 14,1757
উত্তরঃ গ
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ক. ১৬৬০
খ. ১৭০৭
গ. ১৭৫৭
ঘ. ১৭৬৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয় ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৪৯০ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫০২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে ?
ক. ১৪৮৭ সালে
খ. ১৩৮৭ সালে
গ. ১৫৮৭ সালে
ঘ. ১৬৮৭ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
ক. ১৪৯৮ সালে
খ. ১৪৯২ সালে
গ. ১৫১৭ সালে
ঘ. ১৬৪৮ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
ক. ফার্ডিন্যান্ড ম্যাগেলান
খ. ফ্রান্সিস ড্রেক
গ. ভাস্কো ডা গামা
ঘ. ক্রিস্টেফার কলম্বাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে ?
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন –
ক. ইংরেজরা
খ. ওলন্দাজরা
গ. ফরাসীরা
ঘ. পর্তুগীজরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক ?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের ‘ডাচ’ বলা হয় ?
ক. নেদারল্যান্ড
খ. ডেনমার্ক
গ. পর্তুগাল
ঘ. স্পেন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘হার্মাদ’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
ক. স্পেনীয়
খ. পর্তুগিজ
গ. বার্মিজ
ঘ. আরাকানী
উত্তরঃ খ
প্রশ্নঃ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
ক. শের শাহ
খ. আকবর
গ. জাহাঙ্গীর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় –
ক. ১৬০৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত –
ক. ক্যাপ্টেন হাকিন্স
খ. এডওয়ার্ডস
গ. স্যার টমাস রো
ঘ. উইলিয়াম কেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন ?
ক. আকবর
খ. শাহবাজ খান
গ. মুর্শিদকুলি খান
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন –
ক. আকবরের আমলে
খ. জাহাঙ্গীরের আমলে
গ. শাহজাহানের আমলে
ঘ. আলমগীরের আমলে
উত্তরঃ গ
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাটা কে ?
ক. ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. হল্যান্ড
ঘ. ডেনমার্ক
ঙ. ইতালি
উত্তরঃ ক
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল ?
ক. ঢাকা
খ. মুর্শিদাবাদ
গ. কলকাতা
ঘ. আগ্রা
উত্তরঃ গ
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন ?
ক. ১৬৯০
খ. ১৭৬৫
গ. ১৭৯৩
ঘ. ১৮২৯
উত্তরঃ খ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন –
ক. শাহ্ সুজা
খ. মীর জাফর
গ. ফররুখ শিয়ার
ঘ. দ্বিতীয় শাহ্ আলম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড ক্লাইভ
গ. নবাব মীর কাসেম
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ছিয়াওরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. বাংলা ১০৭৬ সালে
খ. বাংলা ১১৭৬ সালে
গ. বাংলা ১৩৭৬ সালে
ঘ. ইংরেজী ১৮৭৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ছিয়াওরের মন্বন্তর’ বাংলা কোন সনে হয়েছিল ?
ক. ১০৭৬ সনে
খ. ১৩৭৬ সনে
গ. ১১৭৬ সনে
ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ছিয়াওরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?
ক. ১৭৭০ সালে
খ. ১৭৭৬ সালে
গ. ১৮৭৬ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় –
ক. ১৭৮৪
খ. ১৭৮৬
গ. ১৭৭৩
ঘ. ১৭৯০
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে ?
ক. ১৭০০
খ. ১৭৬২
গ. ১৯৬৫
ঘ. ১৭৯৩
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক. ২২-৩-১৮৯৩
খ. ২২-৩-১৮০৫
গ. ২২-৩-১৭৯৩
ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ ক
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
ক. ব্যাঙ্গোলারের শাসনকর্তা
খ. মহীশূরের শাসনকর্তা
গ. অযোধ্যার শাসনকর্তা
ঘ. মীরাটের নবাব
উত্তরঃ খ
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
ক. ওয়েলেসলি
খ. ওয়ারেন হেস্টিংস
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে ?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয় ?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
ক. অযোধ্যা
খ. পাঞ্জাব
গ. নাগপুর
ঘ. হায়দ্রাবাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় –
ক. লর্ড ওয়েলেসলি
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্যানিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল –
ক. ১৭৫৭-১৯৪৭
খ. ১৮৭৫-১৯৪৭
গ. ১৭৫৭-১৮৫৭
ঘ. ১৭৬৫-১৮৮৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে ?
ক. ১৮৫৭
খ. ১৮৫৮
গ. ১৮৫৯
ঘ. ১৮৬০
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় –
ক. ১৭৫৮ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৭৯২ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান –
ক. রমনা পার্ক
খ. ন্যাশনাল পার্ক
গ. গুলশান পার্ক
ঘ. বাহাদুরশাহ পার্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক –
ক. লর্ড কার্জন
খ. লর্ড রিপন
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড লিটন
উত্তরঃ খ
প্রশ্নঃ লর্ড লিটন কতসালে ‘আর্মস অ্যাক্ট’ প্রবর্তন করেন ?
ক. ১৮৭৬ সালে
খ. ১৮৭৮ সালে
গ. ১৮৮০ সালে
ঘ. ১৮৮২ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক. মুসলিম লীগ প্রতিষ্ঠা
খ. বঙ্গভঙ্গ
গ. গান্ধী হত্যা
ঘ. ভারত বিভক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮০৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল ?
ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
ক. পূর্ব পাকিস্থান
খ. পূর্ববঙ্গ ও আসাম
গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
ঘ. পূর্ববঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
ক. ১৭৫৭
খ. ১৯০৫
গ. ১৮৭৫
ঘ. ১৯১১
উত্তরঃ খ
প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
ক. লর্ড কর্ণওয়ালিশ
খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটন
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন ?
ক. লর্ড কার্জন
খ. লর্ড লিটন
গ. লর্ড হার্ডিঞ্জ
ঘ. লর্ড মিন্টো
ঙ. লর্ড এলগিন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেমসফোর্ড
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. হেস্টিংস
খ. কার্জন
গ. কর্ণওয়ালিস
ঘ. ডালহৌসি
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ব্যামফিল্ড ফুলার
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
ক. ফুলার
খ. কার্জন
গ. মিন্টো
ঘ. হেস্টিংস
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
ক. ১৯০৫
খ. ১৯১৬
গ. ১৯৪৫
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় –
ক. ১৯১২ সালে
খ. ১৮১২ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৮৬৫ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন ?
ক. লর্ড ওয়াভেল
খ. লর্ড কার্জন
গ. লর্ড বেন্টিক
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড কর্ণওয়ালিস
গ. লর্ড বেন্টিং
ঘ. লর্ড ডালহৌসি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. এটলি
খ. চার্চিল
গ. ডিজরেইলি
ঘ. গ্লাডস্টোন
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত –
ক. র্যাডক্লিফ কমিশন
খ. সাইমন কমিশন
গ. লরেন্স কমিশন
ঘ. ম্যাকডোনাল্ড কমিশন
উত্তরঃ ক
প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন –
ক. স্যার জন হাবার্ট
খ. এন্ডারসন
গ. স্যার এফ বারোজ
ঘ. আর জি কেসি
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ –
ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. আগস্ট(১৯৪২) বিদ্রোহ
ঘ. সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক
প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
ক. সপ্তদশ শতাব্দীতে
খ. অষ্টদশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীতে
ঘ. বিংশ শতাব্দীতে
উত্তরঃ খ
প্রশ্নঃ ফকির আন্দোলনের নেতা কে ?
ক. সিরাজ শাহ্
খ. মোহসিন আলী
গ. মজনু শাহ্
ঘ. জহির শাহ্
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
ক. রাজা ত্রিদিব রায়
খ. রাজা ত্রিভুবন চাকমা
গ. জুম্মা খান
ঘ. জোয়ান বকস খাঁ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে –
ক. ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ. ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ. ১৬০০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৬৮৫ খ্রিষ্টাব্দে
উত্তরঃ ক
প্রশ্নঃ বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে ?
ক. ফকির মজনু শাহ্
খ. দুদু মিয়া
গ. তিতুমীর
ঘ. মীর কাশিম
উত্তরঃ গ
প্রশ্নঃ তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
ক. ইট
খ. পাথর
গ. বাঁশ
ঘ. কাঠ
উত্তরঃ গ
প্রশ্নঃ ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল –
ক. ফরিদপুর
খ. শরিয়তপুর
গ. খুলনা
ঘ. যশোর
উত্তরঃ ক
প্রশ্নঃ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল ?
ক. বারাসাত
খ. নারিকেলবারিয়া
গ. চাঁদপুর
ঘ. হায়দারপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ?
ক. শাহ ওয়ালীউল্লাহ
খ. হাজী শরীয়তুল্লাহ
গ. পীর মহসীন
ঘ. তিতুমীর
উত্তরঃ খ
প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ?
ক. তেভাগা
খ. ফরায়েজী
গ. স্বদেশী
ঘ. ওয়াহাবী
উত্তরঃ খ
প্রশ্নঃ জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা ?
ক. তিতুমীর
খ. ফকির মজনু শাহ
গ. দুদু মিয়া
ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ গ
প্রশ্নঃ পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয় ?
ক. ১৭৫১
খ. ১৮৫৭
গ. ১৯৫২
ঘ. ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?
ক. ১৭৫০
খ. ১৭৫৭
গ. ১৮৫০
ঘ. ১৮৫৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নীল বিদ্রোহ কখন সংঘটিত হয় ?
ক. ১৪৪২-৪৪ সালে
খ. ১৮৫৯-৬২ সালে
গ. ১৮৯৪-৯৬ সালে
ঘ. ১৯১৭-২০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় –
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয় ?
ক. নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ. নীলকরদের অত্যাচারের ফলে
গ. নীলচাষীদের বিদ্রোহের ফলে
ঘ. কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
উত্তরঃ গ
প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন –
ক. ওয়াহাবী আন্দোলনে
খ. নীল বিদ্রোহে
গ. তেভাগা আন্দোলনে
ঘ. সিপাহী বিদ্রোহে
উত্তরঃ গ
প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী –
ক. সুমত্রা দেবী
খ. তারামন বিবি
গ. ইলা মিত্র
ঘ. মহাশ্বেতা দেবী
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন –
ক. জওহরলাল নেহেরু
খ. মহাত্না গান্ধী
গ. অক্টোভিয়ান হিউম
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ
প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি –
ক. এ্যালান অক্টোভিয়ান হিউম
খ. আনন্দমোহন বসু
গ. মতিলাল নেহেরু
ঘ. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৯১১ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে –
ক. ফরিদপুর
খ. ঢাকায়
গ. করাচিতে
ঘ. কোলকাতায়
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে ?
ক. বলভভাই প্যাটেল
খ. অরবিন্দ ঘোষ
গ. হাজী শরীয়তউল্লাহ
ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম –
ক. কিংসফোর্ড
খ. লর্ড হার্ডিঞ্জ
গ. হডসন
ঘ. সিম্পসন
উত্তরঃ ক
প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল ?
ক. মেদিনীপুরে
খ. ব্যারাকপুরে
গ. চট্টগ্রামে
ঘ. আন্দামানে
ঙ . কুমিল্লায়
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন –
ক. তেভাগা আন্দোলনে
খ. ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
গ. ১৯৭১ -এর মুক্তিযুদ্ধে
ঘ. সত্যাগ্রহ আন্দোলন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ. মাস্টারদা সূর্যসেনের
গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ?
ক. জওহরলাল নেহেরু
খ. মওলানা আবুল কলাম আজাদ
গ. মহাত্না গান্ধী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা –
ক. খাজা নাজিমউদ্দিন
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. মওলানা মহাম্মদ আলী
ঘ. এ, কে ফজলুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. মাওলানা মোহাম্মদ আলী
গ. আগা খান
ঘ. আব্দুর রহিম
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
ক. বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
খ. খেলাফত আন্দোলন, বিপ্লবী আন্দোলন
গ. বঙ্গভঙ্গ রদ, গান্ধীর অসহযোগ আন্দোলন
ঘ. গান্ধীর ভারত আগমন, বিপ্লবী আন্দোলন
উত্তরঃ ক
চাকরির প্রস্তুতি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1