Posted in নিবন্ধ
চতুর্দশী
ওই কলতলার কাছে
এখনও রঙিন ছায়াটি পড়ে আছে
স্নিগ্ধ চপ্পল জোড়া শব্দে হেঁটে যায়
এখনও ধুলো পথে আলতা গড়ায়
বেজে ওঠে চুড়ি
ফর্সা হাতে ফোটে গোলাপ কুঁড়ি
রাত জাগা চোখে চেয়ে দেখি
আর কত রাত আছে বাকি
ডাকে ওই কলতলা, মেঘের কোলে চাঁদ
পাখিদের কলতানে ভোরের সংবাদ
মায়াময় মুখে রোজ শান্ত সূর্য ওঠে
ঢেউগুলি ছুটে এসে বুকে মাথা কোটে
স্রোত আসে, স্রোত আসে
শূন্য ঘর ভরে যায় স্মৃতির উল্লাসে
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1