চতুর্দশী

	
	

























































			
			











ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

চতুর্দশী

ওই কলতলার কাছে

এখনও রঙিন ছায়াটি পড়ে আছে

স্নিগ্ধ চপ্পল জোড়া শব্দে হেঁটে যায়

এখনও ধুলো পথে আলতা গড়ায়

বেজে ওঠে চুড়ি

ফর্সা হাতে ফোটে গোলাপ কুঁড়ি

রাত জাগা চোখে চেয়ে দেখি

আর কত রাত আছে বাকি

ডাকে ওই কলতলা, মেঘের কোলে চাঁদ

পাখিদের কলতানে ভোরের সংবাদ

মায়াময় মুখে রোজ শান্ত সূর্য ওঠে

ঢেউগুলি ছুটে এসে বুকে মাথা কোটে

স্রোত আসে, স্রোত আসে

শূন্য ঘর ভরে যায় স্মৃতির উল্লাসে

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply