You have brains in your head. You have feet in your shoes. You can steer yourself any direction you choose

— Dr. Seuss

চতুর্দশী

ওই কলতলার কাছে

এখনও রঙিন ছায়াটি পড়ে আছে

স্নিগ্ধ চপ্পল জোড়া শব্দে হেঁটে যায়

এখনও ধুলো পথে আলতা গড়ায়

বেজে ওঠে চুড়ি

ফর্সা হাতে ফোটে গোলাপ কুঁড়ি

রাত জাগা চোখে চেয়ে দেখি

আর কত রাত আছে বাকি

ডাকে ওই কলতলা, মেঘের কোলে চাঁদ

পাখিদের কলতানে ভোরের সংবাদ

মায়াময় মুখে রোজ শান্ত সূর্য ওঠে

ঢেউগুলি ছুটে এসে বুকে মাথা কোটে

স্রোত আসে, স্রোত আসে

শূন্য ঘর ভরে যায় স্মৃতির উল্লাসে

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply