গোয়ালিনী

	
	

























































			
			











সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

— – হুমায়ূন আহমেদ

গোয়ালিনী

মাথার উকুন বাছতে বাছতে হেমরাজ জিজ্ঞেস করল : আজ কি তোর সোয়ামি আসবে? তাই বুঝি এতো সেজেছিস!
শিমরাই উত্তর দিল : না, আজ আমার কেষ্ট আসবে। কলসি ভরা দুধ তাকে দিব।
—কেন তোর সোয়ামিই তো আছে!
—সোয়ামির কাছে দুধের দাম পাই না।
—কেষ্ট বুঝি বেশি দাম দেয়?
—তা আর বলতে! আঃ উকুনটার কী কামড় গো!

Writer:  তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply