If you set your goals ridiculously high and it’s a failure, you will fail above everyone else’s success.

— James Cameron

গুডবাই এল পিস্তলেরো

লুইস সুয়ারেজ যখন লিভারপুলে খেলতো তখন থেকেই তাকে আমার স্ট্রাইকার হিসেবে বেশ পছন্দ। ডান পা, বাম পা, হেড, ভলি, লংরেঞ্জ শুট, সলো, ওয়ান-টু-ওয়ান নানাভাবে হঠাৎ আউট অফ নাথিং অদ্ভুত গোল দেওয়ার ক্ষমতা রাখতো সুয়ারেজ। একজন পারফেক্ট স্ট্রাইকার যাকে বলে, ডিফেন্ডারদের ত্রাস, রাইট ম্যান-ইন দ্যা রাইট প্লেস -এট দ্যা রাইট টাইম। যখন বার্সায় এলো তখন তাকে নিয়ে আমার ভয় ছিল তার লিভারপুলের ফর্ম বার্সায় ধরে রাখা নিয়ে কারণ সে বেশ কিছু ম্যাচ ব্যান ছিল। অথচ কী দূর্দান্তভাবেই না সব প্রতিকূলতা উড়িয়ে দিয়ে বার্সায় উড়ন্ত সূচনা করেছিলো এল পিস্তলেরো! যখন গোল পাচ্ছিলো না তখন টানা এসিস্ট করে যাচ্ছিলো। তার মেসির সাথে বোঝাপড়া, ডিফেন্সচেরা থ্রু বলগুলো, ডিফেন্ডারদের নাটমেগ করে কাটানো বলগুলো ভুলে যাবার নয়। আমি সুন্দর স্মৃতিগুলোই মনে রাখতে চাই। ভুলবোনা মেসি বিহীন টানা ৩/৪ মাস নেইমারের সাথে কাঁধে-কাঁধ মিলিয়ে আক্রমণভাগ সামলানো, ভুলবোনা এল ক্ল্যাসিকোর সেই দূর্দান্ত হ্যাট্রট্রিক আর ২০১৫তে ইউসিএল ফাইনালে গোল করে সেই দৌড়…

অর্ণব
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply