নৌকাটি কাছে আনো
বহু দিন এপারেই থেকে গেছি
সঙ্গমের রোদে বৃষ্টির পতাকা ওড়ে
ভীরু চোখ কাঁপে বাক্যের সংযমে
সত্যকে গোপন করা কঠিন জেনেও
আজ ক্রীতদাস হয়ে তোমার দরজায় ফিরেছি
চাবুকের সমস্ত দাগ চেনাব তোমাকে
আমার সংগ্রহে সব মধ্যযুগ আছে
Writer: তৈমুর খান
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1