আজ আমি
একা বসে
শূন্য এই জগতে
নিজেকে আড়াল করে
রাখি তোমার কাছ থেকে
নিজেকে ধরে রাখি
জীবনের কাছ থেকে
জানি তুমি কভু জানবে না।
একা থাকার মানে কি,
জানি কখনো
তুমি বুঝবে না।
কি আশাতে
আছি বেঁচে
তোমারও পথ চেয়ে।।
মনেরই অজান্তে,
এসেছিলে তুমি
আমার মনের আঙিনায়।
শয়নে স্বপনে
এসছিলে তুমি,
এ মন তোমায় চায়
আসবে কাছে আমার
থাকবে পাশে আমার।।
নিজেকে ধরে রাখি,
জীবনের কাছ থেকে,
জানি তুমি কভু জানবে না।
একা থাকার মানে কি,
জানি কখনো
তুমি বুঝবে না।
কি আশাতে
আছি বেঁচে,
তোমারও পথ চেয়ে।।
Moruvumi | Ki Ashate Lyric (কি আশাতে) | Official Bangla Music Video | 2020
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.