Everything you’ve ever wanted is on the other side of fear.

— George Addair

কি আশাতে

Moruvumi | Ki Ashate (কি আশাতে) | Official Bangla Music Video | 2020

আজ আমি
একা বসে
শূন্য এই জগতে
নিজেকে আড়াল করে
রাখি তোমার কাছ থেকে
নিজেকে ধরে রাখি
জীবনের কাছ থেকে
জানি তুমি কভু জানবে না।
একা থাকার মানে কি,
জানি কখনো
তুমি বুঝবে না।

কি আশাতে
আছি বেঁচে
তোমারও পথ চেয়ে।।

মনেরই অজান্তে,
এসেছিলে তুমি
আমার মনের আঙিনায়।
শয়নে স্বপনে
এসছিলে তুমি,
এ মন তোমায় চায়

আসবে কাছে আমার
থাকবে পাশে আমার।।

নিজেকে ধরে রাখি,
জীবনের কাছ থেকে,
জানি তুমি কভু জানবে না।
একা থাকার মানে কি,
জানি কখনো
তুমি বুঝবে না।

কি আশাতে
আছি বেঁচে,
তোমারও পথ চেয়ে।।

Moruvumi | Ki Ashate Lyric (কি আশাতে) | Official Bangla Music Video | 2020

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply