You only live once, but if you do it right, once is enough.

— Mae West

কত কথা ছিল বলিবার, বলা হলো না

শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল সংগীত

ভীমপলশ্রী কাহারবা লাইব্রেরি » নজরুল রচনাবলী (কাজী নজরুল ইসলাম) » গীতিগ্রন্থ (নজরুল) » গুল-বাগিচা (১৯৩৩) » কত কথা ছিল বলিবার, বলা হল না

কত কথা ছিল বলিবার, বলা হলো না
বুকে পাষাণ সম রহিলো……
তারই বেদনা…তারই বেদনা….
কত, কথা ছিল বলিবার,
বলা হলো না…।
মনে রহিলো মনেরই আশা…..
মনেরই ই ই আাশা,
মনেরই..ই..ই..আশা…
মনে রহিলো, মনেরই আশা,
মিটিলো না, প্রানের পিপাশা….
বুকে শুকালো বুকেরই ভাষা,
মুখে এলো না , মুখে এ..এলো না,
কত কথা ছিল বলিবার।
এত চোখের জল, এত গান,
এত সোহাগ আর, আদর অভিমান,
কখন যে হলো অবসান
বোঝা গেল না, বোঝা গেল না
ঝরিলো কুসুম যদি হায়…,
ঝরিলো…
ঝরিলো কুসুম যদি হায়,
কেন স্মৃতির কাঁটা নাহি যায়,
বুঝিলো না কেহ কারো মন,
বিঁধিল ছলনা , বিঁধিল ছলনা,
কত কথা ছিল বলিবার
বলা হলো না,
বুকে পাষান সম রহিলো……
তারই বেদনা…তারই বেদনা….
কত কথা ছিল বলিবার,
বলা হলো না ।
Music
SONG
Koto Kathaa Chhilo
ARTIST
Manabendra Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply