কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত














































































Be who you are and say what you feel, because those who mind don’t matter, and those who matter don’t mind.

— Bernard M. Baruch

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত

কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার(২)
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা
(২)
নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা
যার চলেযায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা(২)
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা ।
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার(২)
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
বিধাতা তোমারে ডাকি বারেবারে করো তুমি মোরে মার্জনা
(২)
দুঃখ সহিতে দাওগো শক্তি তোমারি সকাসে প্রার্থণা
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ(২)
বিষাদ অনলে পুড়ে বারেবারে লুন্ঠিত হবে স্বপ্নস্বাদ
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার(২)
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত।
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।

শিরোনামঃ কতটুকু অশ্রু গড়ালে
কথাঃ হায়দার হোসেন
সুরঃ হায়দার হোসেন
কন্ঠঃ হায়দার হোসেন

koto tuku osru gorale lyrics

What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply