ওরা মনুষ্যত্বহীন

মানুষের মাঝে আজ নেই মানবতা
টাকার পিছনে ছুটছে তারা।
টাকাকে ওরা করেছে আপন
মনুষ্যত্বকে দিয়েছে বির্সজন।

জ্ঞানি ওরা, বিজ্ঞ ওরা
ওরাই তো মুখোস পরা।
মুখোসের আড়াল থেকে
তারাই যত অকর্ম করে।

এরাই তো সমাজের বোঝা
তাদের কি হবে না সাজা?

Writer:এস.এ. ইসলাম

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments

Leave a Reply