এমনও নিশিরাতে

শিল্পিঃ জেমস

এমনও নিশিরাতে
তুমি এসেছো বসেছো মোর পাশে
মন আমার আনচান আনচান করে
বন্ধু ঠিক আছে
ঠিক আছে
ঠিক আছে…।
দেখা হলো আবার বন্ধু এত দিনের পরে
ঘন সবুজ রাতের অরন্যে
আমার শূন্য ঘরে
জ্বালো আলো আরো জ্বালো
আলোয় আলোয় ভরে তোলো
ঐ এমনও নিশিরাতে…।
একলা ঘরে এলে তুমি
আদিম গ্রন্থ হাতে
শোনাও বন্ধু কাব্য তোমার
এই রাতে
যুগ যুগ ধরে
ও বন্ধু ঠিক আছে
ঠিক আছে
ঠিক আছে…

emono nishi rate lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0