Wear your ego like a loose fitting garment.

— Buddha

এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা

এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে চলে না?
না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে চলে না?
না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!

রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে
রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে আমার হৃদয় তুচ্ছ করে
হায় পরমা, হায় পরমা মুখ ফিরিয়ে
একটা কিছু বলে না।
রিক্সা কেনো আস্তে চলে না?
না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!

বাতাস লেগে উড়ছে যে চুল
উড়ছে আঁচল সাদা সাদা ফুল
বাতাস লেগে উড়ছে যে চুল
উড়ছে আঁচল সাদা সাদা ফুল
রিক্সায় দ্রুত রিক্সায় দ্রুত চলে গেলে কেনো?
কেনো আমার হলে না।

রিক্সা কেনো আস্তে আস্তে চলে না?
রিক্সা কেনো আস্তে চলে না!

এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে চলে না?
না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
এক পলকেই চলে গেলো আহ! কিযে তার মুখখানা
রিক্সা কেনো আস্তে আস্তে চলে না?
না চলে না রিক্সা কেনো আস্তে চলে না!
না চলেনা, রিক্সা কেনো আস্তে চলে না!
রিক্সা কেনো আস্তে চলে না!

গানের শিরোনামঃ রিক্সা কেনো আস্তে চলে না

ব্যান্ডঃ একক অ্যালবাম

শিল্পীঃ সঞ্জীব চৌধুরী

অ্যালবামঃ স্বপ্নবাজি

সঙ্গীত/কম্পোজারঃ বাপ্পা মজুমদার

প্রকাশক কোম্পানিঃ সঙ্গীতা

প্রকাশ সালঃ ২০০৫

rickshaw keno aste chole na lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply