May all beings have happy minds.

— Buddha

একাকীত্ব একটি নেশা

এই ক্ষুদ্র পার্থিব জীবনে একাকীত্বের নেশা একবার যে করেছে, সে আর কখনো বের হতে পারেনি। খুব ভীড়েও সে ঠিকই খুঁজে নিয়েছে তার একাকীত্বের কমফোর্ট জোন! তাকে কেন্দ্র করে তার চারপাশে একটি জটলা বেঁধে গেলেও কেন জানি তার মনে হবে, এরা কেউই তো আমাকে চায় না, এখানে তো আমাকে মানাচ্ছে না! তারপর, এই সূক্ষ্ণ চিন্তাটাকে মনের মধ্যে গেঁথে নিয়ে সে প্রতিনিয়ত নিজেকে দূরে সরিয়ে রাখে তার কাছের মানুষগুলি থেকে। আর কাছের মানুষেরা এই গুঁটিয়ে নেওয়া বুঝতে পেরে ধীরে ধীরে রিপ্লেস করে ফেলে তাঁকে…এটাই কি জীবন?

অর্ণব, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply