Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

আমি খাতার পাতায় চেয়েছিলাম

Ami Holam Tomar Soi Go | Bengali Cover song | Aditi Chakraborty

আমি খাতার পাতায় চেয়েছিলাম
শুধু একটি তোমার সই গো
তুমি চোখের পাতায় লিখে দিলে
চোখের পাতায় লিখে দিলে
আমি হলাম তোমার সই গো
আমি হলাম তোমার সই গো
আমি হলাম তোমার সই গো

ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার
ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার
যখন আমি জয়ের কাছে মানবো হার

যদি সে হার নিয়ে কণ্ঠে পরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো

আমি বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো

বন্ধ খাতার খুলে দেখি
তুমি দাও নি কোনোই দাগ গো
আমি রাগ করে চোখ বন্ধ করি
দেখি তোমার অনুরাগ গো

হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
হয়তো কোথাও ভুল ছিলো তার মাশুল চাই
কর নিয়ে মন এসেছিলো নিজেই তাই
তুমি সে কর যদি হাতে ধরো
আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো
বলো আমি কোথায় রই গো

Lyrics : Pulak Bandopaddhyay Compser : Manna Dey Original Singer: Asha Bhoshle

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply