জান্নাতুল নাইম স্মরণ
কবিতাদের আমি আসতে বলিনি,
তারা নিজেরাই এসেছে।
শব্দেরা, ছন্দেরা নিজেরাই ধরা দিয়েছে।
গল্পদেরও আমি কাছে ডাকি নি,
শব্দের পঙ্কতিমালা আমি চাই নি।
তারাও নিজে নিজেই এলো।
আমার কলমের নিচে ঠাঁই খুঁজে নিল।
অথচ এসব আমি চাইই নি।
আমি কোন সাহিত্যিক হতে চাই নি।
একজন প্রেমিক হতে চেয়েছিলাম।
কাজল কালো অক্ষরে,
আমি মন-ভুলানো গল্প-কবিতা লিখতে চাই নি।
তোমাকে একটা চিঠি লিখতে চেয়েছিলাম।
আমি কোন খ্যাতি চাই নি।
তোমার অখ্যাত প্রেম চেয়েছিলাম।
এই মোটা ফ্রেমওয়ালা চশমা,
গাদা গাদা বই,
দু’তলা বিরাট বাড়ি,
সামনে সুন্দর বাগান,
কিছুই চাই নি।
নীলিমা,
শুধু তোমার হাত ধরে,
এক নিশ্চুপ প্রান্তরে
জ্যোৎস্নার ছায়ায় হাঁটতে চেয়েছিলাম।
অথচ দেখ নীলিমা
সেটাই হয় নি।
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.