আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে
আম ধরে থোকা থোকা তেতুল ধরে ব্যাকা
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন নাই দিল দেখা প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমার শিয়রে শাশুড়ী ঘুমায় দুরন্ত নাগিনী হায়রে দুরন্ত নাগিনী
আমার ওইখানে ননদী শুয়ে জ্বলন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে
আম গাছে আম ধরে জাম গাছে জাম
আমি পন্থের দিকে চাইয়া থাকি
আসবেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে
amay eto rate keno dak dili lyrics amay etho rathe keno dak dili bondhu lyrics
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1