আমার বাবার মুখে প্রথম যেদিন
Amar Babar Mukhe Prothom Jedin
ছায়াছবি: নয়নের আলো
কথা: আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুর: আহমেদ ইমতিয়াজ বুলবুল
কণ্ঠ: এন্ড্রু কিশোর
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান;
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
আমার মায়ের আদেশ
বাবার মত গাইতে হবে গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
শিল্পীর ঘরে জন্ম
তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন
সঙ্গী করেছি।
জীবনে যত দুঃখ,
যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে
সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান;
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
বাবা যেন আজও স্বর্গে বসে
গাইছে সেই গান;
যে গান শুনে সঁপেছিল মা
বাবাকে মনপ্রাণ।
কোনদিন এই কন্ঠ যদি
কখনো থেমে যায়,
সেইদিন যেন মরন এসে
আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
আমার বাবার মুখে
প্রথম যেদিন শুনেছিলাম গান;
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
আমার মায়ের আদেশ
বাবার মত গাইতে হবে গান,
সেদিন থেকে গানই জীবন
গানই আমার প্রাণ।
…………………………………………………………………………
Amar Babar Mukhe
Film: Noyoner Alo
Singer: Andrew Kishore
Amar babar mukhe
prothom jedin
shune chilam gaan,
shedin theke gaani jibon
gaani amar pran.
Amar mayer adesh
babar moto
gaitei hobe gaan,
shedin theke gaani jibon
gaani amar pran.
Shilpir ghore jonmo
tai shilpi hoyechi,
shongit takey shara jibon
shongi korechi.
Jibone joto dukkho
joto koshto peyechi,
shurer majhey dube giye
shobi bhulechi.
Ai gaani amar jibon moron
gaani jeno pran.
Baba jeno ajo
shorge boshe
gaiche shei gaan,
je gaan shune
shopechilo ma
babake mono pran.
Konodin ai kontho
jodi kokhono theme jay,
sheidin jeno moron eshe
amakeo niye jay.
Ai gaani amar jibon moron
gaani jeno pran.
আমার বাবার মুখে প্রথম যেদিন
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1