Success is not how high you have climbed, but how you make a positive difference to the world.

— Roy T. Bennett

আমারই অন্তর্গত নিঃশব্দ হরিণী

আমি কোনও দৈব আলো চাইনি
একটি শুধু কালো হরিণ
খুঁজি এই নিশিবনে
তার দুটি জাদুচোখ ছিল
ডাকত আমাকে
মনোবাসনা পুড়ত রোজ
তার নিভৃত আগুনে
আজও নিশি আসে
আজও হরিণীর ডাক
উপেক্ষা করি না আমি
জলের ছায়ায় দেখি ঘোরে
তার স্মৃতির বিমুগ্ধ মাছ
জল কেটে কেটে খুঁজে দেখি
এখানেও চেয়ে আছে নিঃশব্দ হরিণী

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply