It is during our darkest moments that we must focus to see the light.

— Aristotle

আজি তোমার কাছে ভাসিয়া যায়

আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার,
আজি সহসা ঝরিল চোখে কেন বারিধার।।

স্মৃতি-জোয়ারে দু’কুল ছেয়ে,
দশ বরষ উজান বেয়ে
চলেছে প্রাণ তোমারই কাছেমানে না বাধা আর।

আজি তোমার কাছে বর্তমান ভেঙে ও ভেসে যায়,
আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়।

আজি আমার নয়ন পাশে,
এ কী আঁধার ঘেরিয়া আসে,
পাষাণ-ভার চাপিয়া ধরে হৃদয়ে বার বার।

তাল:দাদ্‌রা

ধরনঃ ভক্তিমূলক গান
গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সুজাতা মজুমদার
অ্যালবামঃ অজ্ঞাত

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply