If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

অসম প্রেম

নূরজাহান তাবাসসুম দিয়া

অন্যমনষ্কতার মুচকি হাসির কারন হবে?
কথা দিচ্ছি,খুব যত্ন করে হাসব!
শুকনো মরুভুমিসম হৃদয়ের
শীতল ঝর্না হয়েই দেখ একবার?
কথা দিলাম, ভীষন ভালোবাসবো!

ফাটল ধরা হৃদয়
খুব সুন্দর করে সারিয়ে তুলতে জানি আমি!
আমার কাছে ভালোবাসা নামের
এক মহৌষধ আছে!
আমি খুব সাবধানে তুলে রেখেছি কাঁচের বাক্সে,
আমার পাঁচটি নীলপদ্মের সাথে,
একবার ফিরে এসেই দেখ,
কি আয়োজন সাজানো আছে
আমার কাছে, তোমার জন্য!

হৃদয়ের খুব গভীরে নাকি সবার একটা করে
গোপন কুঠুরি থাকে
কুঠুরি নয়, সে তো একটা বিশাল রাজ্য
যেখানে সর্বসাধারণ এর প্রবেশ নিষেধ!
অথচ আমার অনুমতি না নিয়েই, সেখানে তুমি
রাজার হালে, বাসর সাজিয়ে দিব্যি বসে আছো!
সে কথা তো কেউই জানলো না!
কার সাধ্যি তোমাকে সরায়?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply