বদ্ধ পরিবেশে রুক্ষতা আনে ধুলাবালি
ছিমছাম সুন্দর করে সাজানো স্বপনে
সাদা ঝকঝকে তকতকে তোমার হাসি
চারিদিকে এই আবার রক্তের মিছিল
আধারে কলালক্ষ্মী কোমল প্রেমে হাবুডুবু খাচ্ছে
ঝিমিয়ে ঝিরিঝিরি পোকা গান করে যাচ্ছে
ঝিনুক তুমুল ঢেউ খেলাচ্ছে
রাতের আকাশে তারা ঝলমল করছে
আশেপাশে কোন কোলাহল নেই।
আবার সেই ফিরে স্তব্ধতা বিকালে
হঠাৎ কবিমানসে স্থির হাতে বই নিয়ে
কলম খোচাখোচি করে
লিখে চলেছে আধপাতা জীবনের গল্প।
Writer: আল-ফাতিহা নাফসি
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Leave a Reply
You must be logged in to post a comment.