God turns you from one feeling to another and teaches by opposites, so that you will have two wings to fly, not one.

বাংলাদেশের মুদ্রা সংক্রান্ত তথ্য

প্রশ্ন. বাংলাদেশে কাগজের নোট কয়টি?
উত্তর. ১০টি।
◼️প্রশ্ন. বাংলাদেশে ব্যাংক নোট কয়টি?
উত্তর. ৭টি।
◼️প্রশ্ন. বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয়
উত্তর. এক, দুই ও ৫ টাকার নোট।
◼️প্রশ্ন. “এক টাকার , দুই টাকার ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে কার?
উত্তর. অর্থ সচিবের।
◼️প্রশ্ন. ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি আছে
উত্তর. দুই টাকার মুদ্রায়।
◼️প্রশ্ন. বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয়
উত্তর. অস্ট্রেলিয়ায়।
◼️প্রশ্ন. বাংলাদেশের ৫০০ টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়?
উত্তর. জার্মানিতে ৷
◼️প্রশ্ন. ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় কোথায়?
উত্তর. কানাডায়।
◼️প্রশ্ন. সরকারি নোট ?
উত্তর. ৩টি ( ১, ২ ও ৫ টাকা)
◼️প্রশ্ন. বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ
আমদানি করা হয়
উত্তর. সুইজারল্যান্ড থেকে।
◼️প্রশ্ন. বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা
উত্তর. বাংলাদেশের ২ টাকার নোট।
◼️প্রশ্ন. বাংলাদেশ বাংকের শাখা?
উত্তর. ১০টি (সর্বশেষ ময়মনসিংহ).
◼️প্রশ্ন. ১ মার্কিন ডলার তৈরি করতে বাংলাদেশি
উত্তর. ২১ টাকা খরচ হয়।
◼️প্রশ্ন. বাংলাদেশে ১ম নোট চালু হয় কবে?
উত্তর. ৪ মার্চ ১৯৭২ সালে ১ ও ১০০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0