Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো।
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ, কক্সবাজার
০৩. লাভনী পয়েন্ট সী বিচ, কক্সবাজার
০৪. সুগন্ধা বিচ, কক্সবাজার
০৪. ইনানী সী বিচ, কক্সবাজার
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভৃতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. লাল দীঘির পাড়, কক্সবাজার

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0