Never let the fear of striking out keep you from playing the game

— Babe Ruth

বকুলের মালা শুকাবে

বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
না না না দে রে না না না
দে রে না না না দে রে না না না
না না না দে রে না না না
দে রে না না না দে রে না না না
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
হুমম…
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এ জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব
তুমি ভুলো না আমারই নাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।।

bokuler mala sukabe lyrics

ei mon tomake dilam lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0