যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
যেখানে ঠিকানা ছিল, শুধু নাম রয়ে গেছে আজ
বাকি নেই কিছু আর
যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
ফেলে আসা পথের ধুলার মাঝে মিশে আজ পথ হয়ে গেছি
স্মৃতির আঁধারে আমি ভালোবাসা হয়ে আজও আছি
আমি নেই, আমি নেই, আমি নেই তো এখানে আর
বাকি নেই কিছু আর
যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
কেউ থাকবে না, যেখানে সে ছিল
নিজেই জানে না কেন সরে গেল
কেউ থাকবে না, যেখানে সে ছিল
নিজেই জানে না কেন সরে গেল
কত ঘর থেকে, কত মন থেকে সরে গিয়ে
কত চোখ থেকে কেন সরে যায়?
ভুলে যেতে যেতে ধীরে ধীরে একদিন তাকে ভুলে যায়
আমি নেই, আমি নেই, আমি নেই তো এখানে আর
বাকি নেই কিছু আর
যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
যেখানে ঠিকানা ছিল, শুধু নাম রয়ে গেছে আজ
বাকি নেই কিছু আর
যারা ডাকে, তারা ভুলে যায় আমি নেই তো এখানে আর
Jara Dake Tara Bhule Jai lyrics (Album Version)
Anup Jalota
Jara Dake Tara Bhule Jai