সুখ কখনও আবিষ্কার করা যায় না। এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে।

— গৌতম বুদ্ধ

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
জীবনের পরাজয়!
Short Music
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
Music
আমি তো দেখেছি কতো যে স্বপ্ন,মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মর্মরে বাজে,কতো সুর বেদনায়!
Short Music
আমি তো দেখেছি কতো যে স্বপ্ন,মুকুলেই ঝরে যায়,
শুকনো পাতার মর্মরে বাজে,কতো সুর বেদনায়!
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়…
Short Music
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
Music
প্রতিদিন কতো খবর আসে যে,কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর,রয়ে যায় অগোচরে!
প্রতিদিন কতো খবর আসে যে,কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর,রয়ে যায় অগোচরে!
Short Music
কেউ তো জানেনা প্রাণের আকুতি,বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন,দূরে সরে চলে যায়!
Short Music
কেউ তো জানেনা প্রাণের আকুতি,বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন,দূরে সরে চলে যায়!
ধরণীর বুকে পাশাপাশি তবু,কেউ বুঝি কারো নয়…
Short Music
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু,জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুণ রোদনে,তিলে তিলে তার ক্ষয়!
তিলে তিলে তার ক্ষয়!
তুমি কি দেখেছো কভু…?

গীতিকারঃ ডঃ মো মনিরুজ্জামান,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ মোঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ এতোটুকু আশা (২৮/০৬/১৯৬৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/আলতাফ/সুজাতা প্রমুখ,
পরিচালকঃ নারায়ণ ঘোষ মিতা।

tumi ki dekhecho kobhu jiboner porajoy bangla lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0