অবৈধ যৌন-সংযোগের নিকটবর্তী হয়ো না, এ অশ্লীল ও নিকৃষ্ট আচরণ৷ -17:32

— পবিত্র কোরআন

টেকা টেকা

কিছু কইলি না কি আর কমু
আমরা মধ্য,,, বিত্ত্য,,,, পরিবারের
মধ্য বিত্ত্য পোলা
একটা চাকরি করি যেই জাগাতে
শুক্র বারেও,,,খোলা
কিরে শুক্র বারেও খোলা
হভাই শুক্র বারও খোলা,,,
সাড়ে তিনশো টাকা,,,, বেতন দিয়া
নাচায় সারা,,,,বেলা
বাপের টেকার থাকলে গুলা
এতো সয্য করতাম জালা
এই দুনিয়ায় টাকার ছাড়া
কে বা আছে ভালা
ওইযে আচঁল ধইরা কান্দে মায়ের
ছোট্ট একটা পোলা
খোকায় টেকা পাওয়ার লগে লগেই
হইয়া গেসে ভালা
কিগো কেমন আছেন খালা
আপনার মুখটা কেনো কালা
মাইয়ার যৌতুক নিয়া,,, মারা মারি
টাকা পয়সার জ্বালা
ইস কী দিছে পাদ শালা,,
গন্ধের কি ঠেলা

আরে জলদি জলদি,,,,বাসে ওঠ
এখান থেইকা পালা
কিরে,, বাসের মধ্যে ওইঠা দেখি
নানান খেলা মেলা
এতো যাত্রী ভরা বাসে,,আবার
সেটিং লেইখা চালাস
তগো উচিত কথা কইতে গেলেই
মুখ হইয়াযায় কালা
একটু সাইট দিয়েনতো ভাই আমারে
সাইট দিয়েনতো কাকা
তুই মানুষ গুলা নলা পাইয়া
বানাই দিলা বোকা
আরে টেকা দিয়া নামেন জলদি
জায়গা করেন ফাঁকা
আরে
ওরে টেকা,,,, টেকা
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা
টেকা,,,, টেকা,,,,
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা
একটা মেয়ের সাথে হঠাৎ কইরা
হইছে আমার দেখা
তারে মনে প্রাণে ভালো বাসি
পকেটে নাই টেকা
দুই দিন পড়ে ভালোবাসা
তিন দিন পরে ছেকা
চার দিন পরে ঘরে বইসা
কান্দি একা একা
যতো সিনেমাতে ভালোবাসা
বাস্তবে হয়না ভাইরে
ভাইয়া টেকা ছাড়া সত্যি কথা
বাপ-মায়ও জিগায়না
সামনে বিয়া করবো বড় ভাই
চাকরি খুঁইজাই পায়না
গাড়ি বাড়ি ছাড়া কেউ
মাইয়া দিতে চায় না
কথা ভুল হইলও বাস্তব
আমরা মিথ্যা কথা কইনা
দেখলাম টেকা ছাড়া ভালো বাসা
সম্পর্ক হয় না
এইযে,,, হাতটা ধইরা,,, কনতো বাবা
কপালে কি লেখা
হাত,,,, দেখার আগেই,,,, বাবায়
চাইতাছে দি টাকা
থাক,,, লাগবোনা,,, হাত দেখা
আমগো পকেটে নাই টেকা
হেয় এতো কিছু পারলে এইনে
ভইয়া থাকতো বোকা
কিউ কেমন আছেন কাকা
খালি টেকা টেকা টেকা
মায় পুতে মিল্লা আমায়
করতাছে রে ফাকা
পোলায় না পাইলে টেকা
স্কুল যায় না কাকা
বউ বোঝে না কষ্ট আমার
খোঁজে শাড়ী মেকাপ
আমি টাকার পিছে ঘুরতে ঘুরতে
হইয়া গেছি বোকা
আর টাকা ছাড়া ভালো আছে
কোন লোকটা দেখা
ওরে টেকা,,,, টেকা
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা
টেকা,,,, টেকা,,,,
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা
কিযে ভুল করছি জীবনে ভাই
কইরা পড়া লেখা
পরের কামলা,,,,,,, দিয়া তো আর
আসে নারে টেকা
চাকরি ছাইড়া,, ব্যবসা ধরমু
নাই তো কোনো ব্যাকাপ
এই দেশেতে,, চলতাছে ভাই
কামলা দেওয়ার স্বভাব
এহন চাকরি কইরা চিন্তা করি
কেমনে যাইবো অভাব
আরে বাপ মাইতো বোঝেনা ভাই
শিখাই তাছে চাকরি
ব্যবসা করলে খাবি লস
ব্যবসা করে লাভ কী
ব্যবসার,,, কথা কইলে,,, বন্ধু বান্ধব
মিট মিটায়া হাসে
কামলা দিয়া বারো মাসে
১লাখ বিশ হাজার আসে
১০ বছর ঘুরে দেখবেন
12 লাখি আসে
এখন চাকরি কইরা যায়না অভাব
দেখেন আশে পাশে
(দোকানের এক কোনায় বইসা রইছি)
ওইজে ডিগ্রি ডিগ্রি লইয়া
গাধায় চাকরি খোজতাছে
কাকায় ৪০ বছর চাকরি কইরা
টেকার কষ্টে হাসে
(চায়ের বিল দিতাছি)
আরে হাসলে তো আর যায়না কষ্ট
চাকরি কইরা কাকা
সাত তারিখে বেতন পাইলে
আট তারিখেই ফাঁকা
কাকা ডিগ্রি প্রাপ্ত গাদা হইয়া
কতই শুনি বোকা
বাপ মারে কই ব্যবসা করমু
কেউ দিবনা টেকা
তাই মনের কষ্ট মনের মাঝে
দিয়া রাখছি চাপা
ওরে টেকা,,,, টেকা
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা
টেকা,,,, টেকা,,,,
টেকা,টেকা,টেকা
টেকা ছাড়া,,,,,ভালো আছে
কোন লোকটা দেখা

Song: Teka Teka (টেকা টেকা)
Singer: Sifaat Shah, Mr. Alluvai & Manam
S Sohel khan, Faayid Emon, Goni vai, Saltanat Rabbi, Halima Khatun
Lyric & Tune: Sifaat Shah & , Mr. Alluvai
Cast: Sifaat Shah, , Mr. Alluvai, Aly Hasan, S Sohel Khan, Manam, Faayid Emon, Goni, Saltanat Rabbi, Halima Khatun, LBX Rifat, Alim Khandaker, Ricksboy Abir, chandu vai, opu, Amdadul Jahid,
Apon Hawaldar, Rupali, Shefali, Bilkiss
Music: : Rakib Hassan Hypernation
Mix & Mastering: Shochi Shams
Edit & Color: YeaH Shah AAmin Ale
Director & Dop : YeaH Shah AAmin Ale
Project by : Sifaat shah & Mr. Alluvai
Co-ordinated by: Isha Khan Duray
Language: Bangla
Label: G Series

Lyrics : Teka Teka | টেকা টেকা

Teka Teka lyrics| টেকা টেকা | Sifaat Shah | Mr. Alluvai | New Rap Song | Official Bangla Music Video 2023

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0