Be yourself; everyone else is already taken.

— Oscar Wilde

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না

ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
Bhulite Parina Tare Bhola Jay Na
কথা ও সুর: শুভ্র দেব
কণ্ঠ: শাকিলা জাফর
[ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা]-২
ভেবে ভেবে ভোর হয় স্মৃতি শুধু কথা কয়
আঁধারেতে বসে থেকে আঁখি জলে ভিজে রয়
যত ভাবি ভুলে যাবো মন বোঝে না
বারে বারে মনে পড়ে কেন জানিনা
ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা।
কতদিন কত রাত একই সাথে যে দু’জনে
প্রেমেরি মিলন মালা গেঁথেছি যে আনমনে
সেই মালা ঝরে গেল কেন জানিনা
বারে বারে মনে পড়ে কেন জানিনা
[ভুলিতে পারিনা তারে ভোলা যায়না
বারে বারে মনে পড়ে কেন জানিনা]-২

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply