You only live once, but if you do it right, once is enough.

— Mae West

সাদা কাপড় পরাইয়া

সাদা কাপড় পরাইয়া
Sada Kapor Poraiya
কথা ও সুর: হারুনুর রশিদ
শিল্পী: আশিক
সাদা কাপড় পরাইয়া,
খাটের উপর শোয়াইয়া।।
মায় রে তোমরা কই যাইতেছ লইয়া রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
নয়ন ভইরা মায় রে দেখি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
ছেলে যদি কোথায়ও যায়
মার মনে শান্তি নাই।
কখন আসবে যাদু ফিরিয়া।
ছেলে যদি কোথায়ও যায়
মার মনে শান্তি নাই
কখন আসবে বাছা ফিরিয়া।
কে ডাকবে আর জাদু বলে,
মায় যদি মোর যায় রে চলে।।
না খাইলে কে বলবে
খাইছস নিরে গ্রামবাসী।
একটু দাঁড়াও মায় রে দেখি।
নয়ন ভইরা মায় রে দেখি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
কত নিশি রাইতে,আইসা দেখছি বাড়িতে,
জাগিয়া রইছে মায়ে বসিয়া।।
মাঘ মাসের শীতে মায় রইসে মোর বসে।।
সেই মায় রে ভুইলা কেমনে থাকি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
নয়ন ভইরা মায় রে দেখি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
শোনো বাড়ির লোকজন,কান্দিওনা এখন
আর কান্দিলে লাভ হবে কি।।
আতর গোলাপ দিয়া,মায় রে দাও সাজাইয়া।।
জনমের মত দাওনা বিদায় করে রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
নয়ন ভইরা মায় রে দেখি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
সাদা কাপড় পরাইয়া,
খাটের উপর শোয়াইয়া।।
মায়রে তোমরা কই যাইতেছ লইয়া রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
নয়ন ভইরা মায় রে দেখি রে
গ্রামবাসী,একটু দাঁড়াও মায় রে দেখি।
একটু দাঁড়াও মায় রে দেখি।।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply