Many of life’s failures are people who did not realize how close they were to success when they gave up.

— Thomas A. Edison

নিশ্চুপ প্রতিচ্ছবি

কখনো কি তুমি ভেবেছো হায়,
কতটুকু রাখো ভাবনায়।
জানিনা কি হবে ভালোবাসায়,
জড়িয়ে রাখো তবু মায়ায়।
কখনো কাছে, কখনো দূরে
এ সময় জানি আসবেনা ফিরে।
তোমার আমার, হুঁ.. প্রতিচ্ছবি
কোনো নিশ্চুপ, আলোয় রঙের ঘুড়ি।
তোমার আমার, হুঁ.. প্রতিচ্ছবি
যেন প্রেমে খেলা, শুধু লুকোচুরি।
এভাবে যদি প্রহর কেটে যায়
শত অবেলায় এতো দোটানায়
জানিনা কবে তোমার সীমানায়
হারিয়ে আবার ফিরে পাবো আমায়।
কখনো কাছে, কখনো দূরে
এ সময় জানি আসবেনা ফিরে।
তোমার আমার, হুঁ.. প্রতিচ্ছবি
কোনো নিশ্চুপ, আলোয় রঙের ঘুড়ি।
তোমার আমার, হুঁ.. প্রতিচ্ছবি
যেন প্রেমে খেলা, শুধু লুকোচুরি।

Song Name : Nishchup Protichchobi
Web Series Name : Wedding Bells
Singer : Mahtim Shakib
Composer : DJ AKS
Lyricist : Rakib Hasan Rahul
Director : Ehsan Kabir
DOP : Farhan Niloy
Production House : Green Ink
Label : BongoBD

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply