You will learn by reading But you will understand with love.

বিশ্ব ভ্রমান্ড অস্ত যায় না, তোমার আমার ইশারায়

বিশ্ব ভ্রমান্ড অস্ত যায় না,
তোমার আমার ইশারায়।
শ্রেষ্টত্ব নিয়ে বাজী ধরো
নগণ্য অস্তিত্ব নিয়ে নয় ।
জ্ঞান আর বুদ্ধির অহমিকায়,
ভুলে গেছ অবকাশ।
ক্ষমতার ভোগের লিপ্সায়,
পাহাড়সম সহবাস।
আমি নিজেকে দেই স্বস্তি তোমার জন্যে শান্তি
বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ।
আমি নিজেকে দেই স্বস্তি তোমার জন্যে শান্তি
বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ ।
প্রশ্ন নেই, উত্তর নেই!
আর আমার অবকাশ
স্থবিরতায় অবকাশ
কর্মযোগ্যে বিশাল প্রতিভা।
কোন মৃত্তিকায় তৈরি আমি,
কেউ তা বোঝেনা।
ব্যাপ্তি আমার ঊর্ধ্ব গগণে,
মেঘের সাথে শয়নে।
জ্ঞান আর বুদ্ধির অহমিকায় ,
ভুলে গেছ অবকাশ।
ক্ষমতার ভোগের লিপ্সায়,
পাহাড়সম সহবাস।
আমি নিজেকে দেই সস্থি,
তোমার জন্যে শান্তি।
বিশ্ব জগতে ক্ষীয় অবকাশ।

Song : Khio Obokash
Singer : Tahsan
Lyric : Tahsan
Tune & Music : Sajid Sarker
Album : Obhiman Amar
Label : Cd Choice

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply