The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall

— Nelson Mandela

শুভ জন্মদিন গল্পের জাদুকর

হিমুকে এখন আর দেখা যায় না মুখভর্তি দাঁড়ি নিয়ে একটা কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পড়ে খালি পায়ে রাস্তায় হেঁটে বেড়াতে। বাদলের বাসায় ও যায় না আর। এখন ওর মাঝ রাতে জোছনার আলোতে বের হওয়া হয়না। বালুকণার মাঝে নিজেকে ডুবিয়ে চাঁদও দেখে না সে। আর রুপা? যে সারাজীবন শুধু অপেক্ষাই করে গেল? এখনও হয়তো সে নীল শাড়িটা গায়ে জড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে হিমুর জন্য!

সত্যি কি হিমু হারিয়ে গেল আজীবনের জন্য? তাকে তো রাস্তার পিচগুলো খুব মিস করছে, মিস করছে রাতের সেই স্নিগ্ধময় জোছনা…

ভবঘুরে হিমু এসেছিল আপনার হাত ধরেই। মিসির আলি হয়ে সমাধান করেছেন অসংখ্য জটিল সমীকরণ, দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়। শুদ্ধ মনের শুভ্র হয়ে করেছেন মন জয়।

সবই আজ রয়ে গেছে আমাদের মনে, নেই শুধু আপনি। অজস্র হিমুদের বেদনায় ভাসিয়ে চলে গিয়েছিলেন আপনি। কিন্তু সত্যিই কি আপনি নেই? কে বলেছে আপনি নেই? খুব বেশি দূরে তো নয়। শুধু ধরতে পারছি না রক্ত-মাংসের আপনাকে, অনুভবে তো রয়েছেন আপনি সবার অন্তরে!

শুভ জন্মদিন গল্পের জাদুকর। আপনার সৃষ্ট চরিত্রের মধ্যেই আপনি আজীবন বেঁচে থাকবেন। আমাদের হিমু হওয়ার আজন্ম সাধটা যে এখনো অপূর্ণ হয়ে আছে। ভুলবোনা আমরা আপনাকে, আপনার লেখাকে। আপনাকে ভুলবেনা শত শত পাগলা হিমুরা…

  • অর্ণব
    শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
    ১৩ই নভেম্বর, ২০২০ইং
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply